ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবিউল এহ্সান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আয়োজিত হলো বডি বিল্ডিং প্রতিযোগিতা।

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ফিটনেস জিমের উদ্যোগে আয়োজন করা হয় এ প্রতিযোগীতার। অনুষ্ঠান পরিচালনা করেন ফিটনেস জিমের মালিক ওমর ফারুক।

ওই সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীরসহ জিমের ট্রেইনার ও অন্য সদস্যরা।

প্রতিযোগিতায় ১১ জন বডি বিল্ডার অংশ নেন। সেরা তিনজনকে অর্থ পুরস্কার, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগীদেরও নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই বডি বিল্ডার, বিচারক মোরতুজা মোনা ও ফিরোজ শারীরিক কসরত দেখেন। বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম হন রাজ। দ্বিতীয় ও তৃতীয় হন ফয়সাল ও আমিন।

অতিথিরা এ আয়োজনকে সাধুবাদ জানান। নিয়মিত শরীরচর্চা সুঠাম দেহ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |