ঠাকুরগাঁওয়ে বিআরটিএ’র সেবা সপ্তাহ শুরু ২০-২৪ সেপ্টেম্বর পর্যন্ত।


মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় বিআরটিএ’র সেবা সপ্তাহ শুরু বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করছেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার। ঠাকুরগাঁও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় বিআরটিএ অফিসে কর্মসূচির এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঠাকুরগাঁও জেলা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) , উসমান সরওয়ার আলম । এ বিশেষ সেবা উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়ার পাশাপাশি বিআরটিএ’র অন্য কার্যক্রম এ সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০ সেপ্টেম্বর
রবিবার সকাল থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ।