ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত


ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজধানীর পল্টনে বিএনপির প্রতিবাদ সভায় পুলিশি হামলার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
সোমবার দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভা বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
প্রতিবাদ সভায় পল্টনে বিএনপির প্রতিবাদ সভায় পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়ার জামিন দিতে সরকার টালবাহানা করছে। অবিলম্বে তার মুক্তি দাবি জানাচ্ছি আমরা। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়।