ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মুখের ক্যান্সার ও ট্রমা রোগীদের চিকিৎসা সংক্রান্ত সেমিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মুখের ক্যান্সার ও ট্রমা রোগীদের চলাচলে সর্বাধিক সার্জনদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সাজর্ন সভাকক্ষে ডেল্টাল সার্জন ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে এই সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা: কাজী বিল্লুর রহমান, ডা: রিয়াজুল করিম, ডেল্টাল সার্জন মঞ্জুরুল ইসলাম, ডা: মাহিদুল ইসলাম, ডা: তোজাম্মেল হক ডা: শিহাব শাহারিয়ার প্রমুখ।সেমিনারে মুখের ক্যান্সার ও ট্রমা রোগীদের চলাচলে সর্বাধিক সার্জনদের সর্তকতা অবলম্বন করা, রোগীর অবস্থা বিবেচনা করে তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্তের বিষয়ে গুরুত্ব দেওয়ার দিক নির্দশনা দেওয়া হয়। উক্ত সেমিনারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপালের কর্তব্যরত চিকিৎসক ও জেলা প্রাকটিসকৃত ডেন্টাল সার্জনরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |