ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শিশু পার্ক সংস্কার ও রক্ষণাবেক্ষণে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র আশ্রমপাড়া শিশু পার্কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় একটি মানববন্ধনের আয়োজন করা হয় যেখানে শহরের বিভিন্ন প্রান্তের শতাধিক শিশু অংশ নেয়।

রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় ৫ মার্চ সোমবার
বিকেলে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশু পার্কে এ সংবাদ সম্মেলন ও শিশুদের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অনুষ্ঠানটির আয়োজক মোস্তাফিজুর রহমান রিপন, রাকিবুল ইসলাম চৌধুরী, আছমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশিশ দত্ত সমির, মহিলা কাউন্সিলর দ্রোপদি দেবী আগরওয়ালা, সাংবাদিক মনসুর আলী সহ আরো অনেকে।

বক্তারা জেলার শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র এ কেন্দ্রটির দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণেরআহবান জানান।

উল্লেক্ষ্য, শিশুদের বিনোদনের লক্ষ্যে ১৯৭৫-৭৬ অর্থ বছরে শহরের আশ্রমপাড়ায় এ শিশু পার্কটি প্রতিষ্ঠিত হয়। এর পর দুই একবার ছোট খাট সংস্কার হলেও দীর্ঘদিন যাবৎ আর সংস্কার না করায় অযতœ, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি ব্যাবহারে অনুপযোগী হয়ে পড়েছে। শিশুদের বিনোদনের উপকরন সহ পার্কের সীমানা প্রাচিরের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে ফলে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |