ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পাকা সড়কের পাশের অর্ধশত গাছ কর্তন করে সোহাগ নামের স্থানীয় এক ব্যাক্তি।
স্থানীয়রা জানান, সোহাগ দাঁড়িয়ে থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তার দু’পাশের প্রায় ৫০টির অধিক গাছ কর্তন করে নিয়ে যায়। দিনটি একুশে ফেব্রুয়ারি হওয়ায় গাছ কর্তনের সময় প্রশাসানের নজরে আসেনি। রাস্তার পাশে গাছগুলো সরকারি বলে দাবি স্থানীয়দের। আর গাছ কর্তনকারী সোহাগের দাবি গাছগুলো তাদের নিজস্ব রোপনকৃত।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্চি জানান, আমি এ বিষয়ে জানি না। তবে সরকারি গাছ কর্তন করেছে কি না তা খতিয়ে দেখা হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমি বিষয়টির খোঁজখবর নিবো।