ঠাকুরগাঁওয়ে স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় খুজে পাওয়া যায়নি রেলের কোন কর্মকর্তাকে


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তিনদিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঠাকুরগাঁও রোড বালিয়াডাঙ্গী মোড় হতে ঠাকুরগাঁও চৌরাস্তা পর্যন্ত , সড়কের উভয় পার্শ্বের সড়ক ও জনপদ অধিদপ্তরের জমিতে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সওজ ঢাকা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত চার লেনে রাস্তা উন্নীত করন কাজে চলতি বছরের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি এ উচ্ছেদ অভিযান চলবে । শুক নদী ব্রীজ হইতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত রেল কর্তপক্ষ রাস্তার দুই ধারে অনেক দোকানদার কে লিজ দিয়ে ট্যাক্স আদায় করে আসছিল। এসব দোকানদার’রা রেলের আমিন জামাল উদ্দীন, কানুনগো মোস্তাফিজুর রহমান ও স্টেট অফিসারের কাছে বার বার গিয়ে অভিযোগ করলে তারা অবস্থান ধরে রাখার কথা বলেন দোকানদারদের।
দোকানদার মাসুদ হাসান জানান ঠাকুরগাঁও রোডে প্রতিবছর রেল কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা ট্যাক্স গ্রহন করে থাকে এসব দোকানদারদের কাছ থেকে। এসব দোকানদার’রা রেলের আমিন জামাল উদ্দীন, কানুনগো মোস্তাফিজুর রহমান ও স্টেট অফিসাররকে উচ্ছেদ অভিযানের সময় কাউকে খুজে পায়নি তারা। এদিকে তাদের অনুপস্থিতির জন্য জনমনের প্রশ্ন তবে কি রেল এতদিন অবৈধভাবে দোকানদারদের কাছ থেকে ট্যাক্স আদায় করেছিল। এদের শাস্তির বিধান আছে কিনা জনগণের দাবি ।