ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নানি নাতনি নিহত-আহত ৬


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার (পাগলু) উল্টে ফজিলা (৬০) ও কবিতা (৬) নামে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কে বেগুনগাও নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফজিলা (৬০) ও কবিতা (৬) দুজনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তারা রানীশংকৈলে শ্রমিকের কাজ করতো। নিহতরা সম্পর্কে নানি-নাতনি বলে জানাযায়। স্থানীয় সূত্রে জানাযায়, সকালে রানীশংকৈল থেকে যাত্রী বোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ্বে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠাকুরগাও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান দূর্ঘটনায় মৃত্যুর কথা স্বীকার করে বলেন, নিহত দুজন সম্পর্কে নানী-নাতনি জানা গিয়েছে। তাদের বাসা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য বলা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।