ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৩টি এলএমজি, ২৪টি বন্দুক সহ অসখ্য গুলি উদ্ধার

রবিউল এহ্সান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশে একটি নির্মানাধীন ভবন ট্রাংক ভর্তি ৩টি এলএমজি, ২৪টি বন্দুক সহ অসখ্য গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসির নেতৃত্বে ওই নির্মানাধীন বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থান ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, ভবন নির্মার্ণের জন্য শ্রমিকরা মাটি খুরলে অস্ত্র দেখতে পান। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে এখন পর্যন্ত মোট ২৭টি অস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করে। আরও অস্ত্র আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। ভবনের মালিককে খবর দেয়া হয়েছে। তিনি পঞ্চগড়ে থাকায় আসতে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।

পুলিশ সুপার বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল।

স্থানীয়রা বলছে এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। তারা আরও জানান আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল সেটা। মুহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি পুরাতন বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি বানানোর জন্য নির্মান কাজ শুরু করলে শ্রমিকরা সেখানে অস্ত্র দেখে পুলিশে খবর দেয়।

You must be Logged in to post comment.

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |     লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪     |     মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |