ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও খেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজে শনিবার তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার, উপাধ্যক্ষ হাবীব আহমাদ উলুব্বী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, সাবেক চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী ও জেলা জাসদের সহ-সভাপতি খাদেমুল ইসলাম প্রমূখ। প্রতিযোগিতার প্রথম দিনে ছেলে ও মেয়েদের পৃথক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিগন কলেজের মাঠে জেলা পরিষদের অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তাগন দেশ ও দশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগের জয়লাভের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান