ঠাকুরগাঁওয়ে ৭টি বিদ্যালয়ের মা সমাবেশ


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গরবো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চত করনের লক্ষ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের মা ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২ টায় ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ১১ নং মুজামন্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি খাদুরাম বর্মনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহ: উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব ,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ, এসএমসি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস রেজাউল ইসলাম,মন্তাজ আলী আব্দুল লতিফ,ইসমাইল হোসেন,খালেদা আকতার,ফজলুল হক, প্রমুখ।
মা সমাবেশে রুহিয়া ক্লাষ্টারের ৭টি প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,এফ কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়,এফ রাজাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,কে ঘুরনগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়,রুহিয়া -৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফুলকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধ্য ঘনিমহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।সমাবেশে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক মা উপস্তিত ছিলেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সমাবেশে উপস্থিত মা দের তার সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার জন্য শপথবাক্য পাঠ করান।
স্ব স্ব সন্তানদের প্রতি যত্নশীল হয়ে তাদের সন্তানদের মান সম্মত শিক্ষা গ্রহন করে কর্মজীবনে ভাল জায়গায় পৌছতে এবং সম্পদে পরিনত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা।