ঠাকুরগাঁও জেলার গড়েয়াকে থানার দাবীতে আলোচনা সভা ও মানব বন্ধন

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াকে থানার দাবীতে ১০ মার্চ (শনিবার) সকাল ১১ টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। থানার দবীতে আলোচনা সভা ও মানব বন্ধনে গড়েয়া এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী সর্ব সাধারনের প্রানের দাবী গড়েয়াকে থানা চাই। আলোচনা সভা ও মানব বন্ধনে বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ), রবিন মোদক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আশরাফুল ইসলাম (মানিক) ১নং ওয়ার্ড সভাপতি (গড়েয়া) রায়হান উদ্দীন( রিপন) যুগ্ন সাধারন সম্পাদক সদর উপজেলা আওয়ামী যুবলীগ, জামাল উদ্দীন সভাপতি গড়েয়া ইউনিয়ন যুবলীগ, সমাজ সেবক মকছেদুল ইসলাম, এনামুল হক শান্ত, মিলটন সরকার, নূর মোহম্মদ,হুমায়ুন ফেরদৌস, ফারুক, নয়ন, তিসাত, তানভির, বেলাল প্রমুখ । এছাড়াও দৈনিক আলোচিত কণ্ঠের সম্পাদক রবিউল ইসলাম (রুবেল) গড়েয়া প্রেস ক্লাবের সভাপতি মাজেদুর রহমান সহ সভাপতি রায়হানুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক রহমত আরিফ সহ সকল স্তরের সর্ব সাধারন মানব বন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।