ঠাকুরগাঁও ডাকঘরে জাল স্বাক্ষরে লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ


মজিবর রহমান শেখ , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও প্রধান ডাকঘরে মন্টু কুমার দাস নামে এক ব্যক্তির সেভিংস ব্যাংক একাউন্ট থেকে জাল সাক্ষর করে লক্ষাধিক টাকা উত্তোলন করেছে পোষ্ট অফিসের ২ জন কর্মচারী। এ ব্যাপারে মন্টু কুমার দাস প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি ঘটনাটির অধিকতর তদন্তের জন্য দিনাজপুর বিভাগ ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেলকে জানান। গতকাল মঙ্গলবার ডেপুটি পোষ্টমাষ্টার ঠাকুরগাঁও প্রধান ডাকঘরে বিষয়টি তদন্ত করেন।
লিখিত অভিযোগে জানা যায়, মন্টু কুমার দাস গত ১ জানুয়ারি পোষ্ট অফিসে তার সেভিংস ব্যাংক হিসাব থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর অফিসের কর্মচারী কাউন্টার অপারেটর মোশারফ হোসেন ও শ্যামল পোষ্ট মাষ্টারের সাক্ষর হয়নি বলে জমা ও উত্তোলন পাশ বইটি নিজের কাছে রেখে দেন। ওই দিনই মন্টু কুমার দাস পোষ্ট অফিসে একাধিককার যান। তিনি মোশারফ ও শ্যামলের কাছ থেকে পাশ বইটি চাইলে তারা আবারও পোষ্ট মাষ্টারের সাক্ষর হয়নি বলে মন্টুকে চলে যেতে বলেন।
মন্টু কুমার দাসের স্ত্রী মঞ্জু দাস গুরুতর অসুস্থ হলে প্রথমে দিনাজপুর পরে রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে ১৮ ফেব্রুয়ারি মন্টু কুমার দাস পোষ্ট অফিসে গিয়ে ৫০ হাজার টাকা উত্তোলন করে জমা ও উত্তোলন পাশ বই গ্রহন করে হতভম্ভ হয়ে যান। কারন তার পাশ বইতে তিনি দেখতে পান গত ১৫ জানুয়ারি ৫০ হাজার ৩১ জানুয়ারি ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। অথচ তিনি উল্লেখিত ২ দিন তার স্ত্রীর চিকিৎসার জন্য রংপুরে অবস্থান করছিলেন। পরে তিনি পোষ্ট মাষ্টারকে মৌখিকভাবে বিষয়টি জানালে দেখতে পান উল্লেখিত ২ দিন জাল সাক্ষর করে ওই টাকা উত্তোলন করা হয়। পরে ঠাকুরগাঁও প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার বিষয়টি দিনাজপুর বিভাগ ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেলকে তদন্তের জন্য দেন। গতকাল মঙ্গলবার মন্টু কুমার দাস ও পোষ্ট অফিসের ২ কর্মচারীর কাছ থেকে লিখিত মতামত নেন। ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার কথা রয়েছে।
মন্টু কুমার দাস দুঃখ করে জানান, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা। টাকা উত্তোলনের পর পোষ্ট মাষ্টারের সাক্ষর হয়নি বলে বইটি রেখে দিয়ে জাল সাক্ষর করে এভাবে লক্ষাধিক টাকা তুলে নিলে সাধারণ মানুষের বিশ্বাস পোষ্ট অফিসের উপর থেকে উঠে যাবে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, ইতিপুর্বে ওই পোষ্ট অফিসে টাকা জমা দিতে গেলে টাকার ব্যাগও উধাও হয়ে যায়। যে ঘটনার অদ্যাবধি কোন কুল কিনারা হয়নি।