ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৩ সালের নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপি পলিটেকনিক চত্বরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি প্রকৈ মোহাম্মদ নাছির উদ্দিন, পুরাতন শিক্ষার্থী ও নতুন শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
বক্তারা এসময় ইন্জিনিয়ারিং পড়ালেখার গুরুত্ব নতুন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এছাড়াও কলেজ, কলেজের ল্যাব সম্পর্কে নতুনদের অবহিত করেন। নতুন শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানীর শিকার হতে হবে না এ বিষয়টিও বক্তারা তুলে ধরেন।
অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, তারা তাদের সন্তানকে এমন কলেজে দিতে পেরে গর্বিত। শিক্ষকরা তাদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলবে এমন আশা ব্যক্ত করেন অভিভাবকেরা।
অনুষ্ঠানে নতুন সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও বিকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।