ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বিএডিসি’র পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়ম দুর্নিতি

ঠাকুরগাও প্রতিনিধি: ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ে পরিবহন ঠিকাদার নিয়োগে সীমাহীন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। কতৃপক্ষ টেন্ডার নীতিমালা বহির্ভূতভাবে মনগড়া নিয়ম তৈরী করে পছন্দের লোককে কাজ দেয়ার পন্থা অবলম্বন করেছেন। এ ব্যাপারে সর্বনিম্ম দরদাতা ঠিকাদার কতৃক বিএডিসি সদস্য পরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা যায়, বিএডিসি (বীউ) শিবগঞ্জ, ঠাকুরগাঁও দপ্তরে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ ৫১ টি রুটে পরিবহনের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগের নিমিেিত্ত প্রকল্প নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ সালের জন্য ৮ সেপ্টেম্বর/২২ ইং ১৭০ নং স্বারকে উপ-পরিচালক তাজুল ইসলাম উম্মুক্ত দরপত্র আহবান করেন। ২৮ সেপ্টেম্বর দরপত্র খোলার পর মূল্যায়ন কমিটি দরপত্র মূল্যায়নে ঐক্যমতে পৌছাতে পারেননি। দ্বিধাবিভক্ত ৬ সদস্যের কমিটির মধ্যে ৩ জন সদস্য মূল্যায়ন কমিটির সভায় স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। এদিকে ৩ জন গুরুত্বর্পূর্ন সদস্যকে বাদ দিয়ে কমিটির সভাপতি সকল দরপত্র দাতার দরপত্র নানা অজুহাতে বাতিল করে দেন এবং পূনরায় দরপত্র আহবান করেন। ১১ অক্টোবর/২২ ইং তারিখে রিটেন্ডার কমিটির সভায় দেখা যায় ২ জন দরদাতার মধ্যে দরের সমতা দেখা দেয়। দরপত্রের শর্তাবলীতে ১০ পার্সেন্ট কম দর ধরার নির্দেশনা থাকলে জনৈক ঠিকাদার মেসার্স হাসান ট্রেডার্স ও এমএসএ ট্রেডার্স হ্বহু প্রকল্প পরিচালকের কার্যালয়ে রক্ষিত দরপত্র কৌশলে হাতিয়ে নিয়ে দর দাখিল করে। ফলে কতৃপক্ষের দেয়া শর্তাবলী পূরন হওয়ায় মেসার্স হাসান ট্রেডার্স ও এসএমএ ট্রেডার্স যৌথভাবে র্সর্ব ন্মিন দরদাতা হিসেবে চিহিৃত হন। কিন্তু মূল্যায়ন কমিটির সদস্যরা এই দরে অসন্তোষ প্রকাশ করায় দীর্ঘ ১২ দিনেও দরপত্র মূল্যায়ন কমিটি তাদের ফলাফল ঘোষনা করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক টেন্ডার কমিটির একাধিক সদস্য বলেছেন, খুব সুকৌশলে ঢাকাস্থ প্রকল্প অফিস এবং উপ-পরিচালকের দপ্তর হতে ৫১ রুটের পরিবহন ব্যায়ের গোপন তথ্য ম্যানেজ করে দরপত্র দাখিল করায় টেন্ডারের শর্তের সাথে হুবহু মিলে গেছে। যাতে করে টেন্ডার কমিটি আশ্চর্য বনে গেছেন। বিষয়টি প্রশ্নপত্র ফাসের ঘটনার সাথে মিলে গেলেও এক্ষেত্রে অপরাধী ধরাছোযার বাইরে থেকে যাচ্ছে।

এদিকে কতৃপক্ষ গোপনে নিজের প্রার্থীকে কাজ পাইয়ে দিতে স্থানীয়ভাবে সালিসী করে মোটা অঙ্কের দেন দরবারের ভিত্তিতে টাই হওয়া দুজনের মধ্য হতে ১জনকে চুড়ান্ত করে অনুমোদনের জন্য ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় ১ম টেন্ডারের সর্ব নিম্ম দরদাতা মাহাবুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহাবুব আলম বুলেট পূ:ন টেন্ডারের দাবী জানিয়ে বিএডিসি সদস্য পরিচালক (বীজ এবং উদ্যান) বরাবরে গত ১৬ অক্টোবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ বীজ উৎপাদন উপরিচালক তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক.. দেবাসিস সাহা জানান, অফিসের কম্পিউটার থেকে গোপন তথ্য ফাস হয়ে থাকলে আমাদের কি করার আছে বলে বিষয়টি এড়িয়ে যান।

অপর দিকে সদস্য পরিচালক (বীজ এবং উদ্যান) কৃষিবীদ মো. মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |