ঠাকুরগাঁও সদর উপজেলা চা চাষী কল্যাণ সমিতি গঠন হাজি রিপন সভাপতি তাজু সাধারণ সম্পাদক


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা চা চাষী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।হাজি রিপনকে সভাপতি এবং তাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চা চাষীদের একটি সমাবেশ তেতুলিয়া ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হয়।সমাবেশে চা চাষীদের বিশিষ্ট সমস্যা সমাধানে সর্বসম্মতিক্রমে একটি গঠন গঠন করা হয়।
আলহাজ্জ আমিনুর রহমান রিপনকে সভাপতি এবং তাজউদ্দীন তাজুকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও সদর উপজেলা চা চাষী কল্যাণ সমিতি গঠন করা হয়।কমিটির সদস্য সংখ্যা ২১ জন।
কমিটির সভাপতি আলহাজ্জ আমিনুর রহমান রিপন জানান,সদর উপজেলা চা চাষী কল্যাণ সমিতির আংশিক কমিটি হয়েছে ।বাকি সদস্যদের নিবন্ধনের মাধ্যমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।