মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও, ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র। ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় একতা প্রতিবন্ধী পরিচালক আমিরুল ইসলাম এর হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দিলেন। এসময় উপস্থিত ছিলেন ৫০ ইন ৩০ বিজিবি অধিনায়ক মোহাম্মদ হোসেন, নুরুল ইসলাম চেয়ারম্যান ০৯ নং রাইয়পুর উই,পি ও সভাপতি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, পরিচালক আমিরুল ইসলাম একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র ও স্কুলটির বিভিন্ন শিক্ষক মন্ডলি প্রমুখ। প্ররিচালক আমিরুল ইসলাম বলেন, আমার নিজ অর্থায়নে এই প্রতিষ্ঠানটি স্থাপন করা সম্ভব নয়। তাই আমি আমার স্বাধ্যমত করে প্রতিবন্ধী শিশুদের জন্য , সকলের কাছে সাহায্য সহযগিতা নিয়ে কাজ করছি সরকার যদি আমার এই স্কুলের শিশুদের দিকে একটু বিশেষ নজর দিয়ে দেখত তাহলে খুবভাল হত।