ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার দুস্থ অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়ন পরিষদে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫০ বিজিবির সহকারী পরিচালক আবুল হাসেম, ৭ নং আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু হোসেন প্রমূখ।

পরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন বিজিবির মেডিক্যাল অফিসার মেজর মোকতার আহমেদ ও মেডিক্যাল অফিসার মেজর উম্মে হানি। এসময় রতœাই বিওপি সীমান্তের প্রায় দুই হাজার দুস্থ, অসহায়, অসুস্থ মানুষকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |