ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠান্ডায় মুই কোকড়া নাগি গেইচো বাহে ঠিক মত ঘুমাবা পারোছোনা।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:কয়দিন ধরি মোর মত গরীব কামলা-কিষাণের একনা সমস্যা হওচে। ঠান্ডায় মুই কোকড়া নাগি গেইচো বাহে, ঠিক মত ঘুমাবা পারোছোনা। এবার  আর মোর সমস্যা হবি না। জল টলমল চোখে আবেগ আপ্লত হয়ে ষাটোর্ধ্ব বয়সী মনতাজ আলী বলেন, আপার কম্বলটা খুব ভালো। এই কম্বল উড়ি মুই  আইতোত শান্তিতে ঘুমাম।
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর -৫ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের জৈষ্ঠ কন্যা ফারহানা রহমান মুক্তা’র দেয়া উপহোরের কম্বল পেয়ে এসব কথা বলছিলেন মনতাজ আলী।
জেঁকে বসা এই শীতে এমপি কন্যা ফারহানার দেয়া উপহার পেয়ে  মনতাজ আলীর মতো খুশি আরও অনেকেই।
উপজেলার এসব শীতার্ত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে শীত নিবারণে জন্য উপহার হিসেব কম্বল পাঠিয়েছেন এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা।
গত বৃহস্পতিবার  (১২জানুয়ারী) গভীর রাতে  ফুলবাড়ী উপজেলার জলপাইতলী,আটপুকুরহাট,মাদিলাহাট,খয়েরবাড়ী,বেতদিঘি,দৌলতপুর সহ বেশ কিছু এলাকায় গিয়ে ছিন্নমূল ,হতদরিদ্র মানুষের মাঝে  এসব উপহারের কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিতাভ সরকার অমিত,সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল,মিজানুর রহমান মিজান,পৌর আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক শামিম কবির,জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা সিয়াম,সাবেক ছাত্র নেতা এনামুল হক বাবু প্রমুখ।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |