ঠান্ডায় মুই কোকড়া নাগি গেইচো বাহে ঠিক মত ঘুমাবা পারোছোনা।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:কয়দিন ধরি মোর মত গরীব কামলা-কিষাণের একনা সমস্যা হওচে। ঠান্ডায় মুই কোকড়া নাগি গেইচো বাহে, ঠিক মত ঘুমাবা পারোছোনা। এবার আর মোর সমস্যা হবি না। জল টলমল চোখে আবেগ আপ্লত হয়ে ষাটোর্ধ্ব বয়সী মনতাজ আলী বলেন, আপার কম্বলটা খুব ভালো। এই কম্বল উড়ি মুই আইতোত শান্তিতে ঘুমাম।
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর -৫ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের জৈষ্ঠ কন্যা ফারহানা রহমান মুক্তা’র দেয়া উপহোরের কম্বল পেয়ে এসব কথা বলছিলেন মনতাজ আলী।
জেঁকে বসা এই শীতে এমপি কন্যা ফারহানার দেয়া উপহার পেয়ে মনতাজ আলীর মতো খুশি আরও অনেকেই।
উপজেলার এসব শীতার্ত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে শীত নিবারণে জন্য উপহার হিসেব কম্বল পাঠিয়েছেন এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা।
গত বৃহস্পতিবার (১২জানুয়ারী) গভীর রাতে ফুলবাড়ী উপজেলার জলপাইতলী,আটপুকুরহাট,মাদিলাহাট,