ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারের মাদক সম্রাজ্ঞী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমার উপজেলায় যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪০) গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা গ্রামে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে রুপাকে গ্রেফতার করেছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদালতে ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

ডোমার উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ছয় মাসের জেল দেয়া হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, সোমবার বিকেলে ছোট রাউতা কাজিপাড়া গ্রামে যৌথ অভিযান চালানো করা হয়। নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুপার বিরুদ্ধে ২৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।# ছবি আছে।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |