ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা 

মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১১ আগষ্ট বিকেলে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি নুর আলম ইসলাম,ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহমেদ,মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন,৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন,৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডোমার নাট্য সমিতি মিলনায়তনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, বাংলাদেশ ব্যাংক যুগ্ম ব্যবস্থাপক মফিজুল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
আনন্দ বাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীগন এবং সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের ডোমার বাসীর প্রানের দাবি এখানে একটি আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। তারা আরও বলেন, এই অঞ্চলে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সিকিম,ভারতের সেভেন সিষ্টারসহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, নেপাল ভুটানের শিক্ষার্থীরা দুরত্ব কম হওয়ার  কারণে তারা সহজেই সেখানে তাদের শিক্ষার মান বজায় রেখে পড়াশোনা করতে পারবে বলে জানিয়েছেন তারা।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |