ডোমারে কমিউনিটি পুলিশিং ডে- পালিত


রওশন আলম ডোমার (নীলফামারী)সংবাদদাতাঃ- “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ডোমার থানা চত্তর থেকে একটি রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, নুরুন্নবী, সহিদার রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ওসি তদন্ত মাসুদ করিম, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, আল আমিন রহমান, রাসেল বসুনিয়া প্রমূখ।