ডোমারে ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রথম বগুড়ার মামুন


রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(১৩ ডিসেম্বর)বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ যুব সংঘের উদ্যোগে পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৪৮ জন প্রতিযোগি ৩ গ্রুপে বিভক্ত হয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এ প্রতিযোগিতা দেখতে ভীড় জমান উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা।
আয়োজন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হেল কাফীর সভাপতিত্বে ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন।
প্রতিযোগিতায় ক গ্রুপে বগুড়ার মামুন ইসলামের ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীর হাট এলাকার ফিরোজ ইসলাম। খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে নীলফামারীর ডোমার উপজেলার আব্দুল হাদীর ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করে ঠাকুরগাঁও জেলার ঝাড়বাড়ী এলাকার মমিনুল ইসলামের ঘোড়া। গ গ্রুপে প্রথম স্থান অর্জন করে বগুড়ার জহুরুল ইসলামের ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করে বগুড়া জেলার আব্দুর মালেকের ঘোড়া আর চ্যাম্পিয়ন হন বগুড়ার মামুনের ঘোড়া। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।