ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে চুরি মামলায় নিরাপরাধ ব্যাক্তিদের ফাঁসানোর অভিযোগ

ডোমার (নীলফামারী)সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডে একটি চুরি মামলায় নিরাপরাধ মানুষকে জড়িয়ে মামলা করার ঘটনা টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। ওই মামলার বাদী প্রকৃত চোরকে ধরে ১জনকে আসামি করে মামলা করলেও ওই এলাকার দুই পক্ষের দ্বদ্ধের কারনে আসামি করা হয়েছে আরও ৬ নিরাপরাধ ব্যক্তিকে। এ ঘটনায় বাদী সম্প্রতি ডোমার থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডে কলেজ পাড়া গ্রামের স্কুল শিক্ষক রবিউল ইসলামের বাড়িতে গত ১০ জানুয়ারী রাতে ওই এলাকার মোজাফফর রহমানের ছেলে পেশাদার চোর আতিকুর রহমান আতিক চুরি করতে গিয়ে গ্রামের লোকজনের হাতে ধরা পড়ে। পরদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর জুয়েল রহমান ও মহিলা কাউন্সিলর শাহানাজ বেগমের মাধ্যমে চোরকে থানা পুলিশে সোপর্দ করে। মামলায় আসামি করা হয় ৭জন। মামলার বাদী বলেন, চোর ধরলাম একজন। মামলায় আসামি করা হলো ৭জন। আমি নিজেই জানিনা।
এলাকার লোকজন জানান, দু’টি পক্ষের দ্বন্দ্বের কারনে প্রতিপক্ষকে ফাঁসাতে নিরীহ মানুষদের আসামি করা হয়েছে। মামলার অপর আসামি কলেজ পাড়া গ্রামের হরিপদ রায়ের ছেলে বন্ধন রায় ও নিতাই রায়ের ছেলে অমল রায় তারা দু’জনেই দিনমজুরির কাজ করেন। সাইদ হোসেনের ছেলে হৃদয় ইসলাম একজন থাই মিস্ত্রি। রাজু ইসলামের ছেলে রেজওয়ান একজন কাঁচামাল ব্যবসায়ী। মৃত জামাল হোসেনের ছেলে বরকত ইসলাম ইট ভাটার শ্রমিক এবং সদর ইউনিয়নের ছায়াপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে নয়ন ইসলাম একজন বিদ্যুৎ মিস্ত্রি। মামলায় ৭জন আসামির বিষয়টি গত ২২ জানুয়ারী ডোমার থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর কাছে উন্মুক্ত আলোচনায় অভিযোগ করেন মামলার বাদী রবিউল ইসলাম।
এ বিষয়ে ওই গ্রামের পঞ্চানন রায় জানান,রাত সাড়ে তিনটার দিকে কম্বল দেয়ার কথা বলে আমার নাতি অমল রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের শাহাদাত হোসেন, বেলাল হোসেন ও মনোয়ার হোসেন। পরে তাকে মারধর করে এ মামলায় আসামি করা হয়। একই কথা বলেন হৃদয় ইসলামের বাবা আবু সাইদ ও রেজওয়ানের দাদা আলতাফ হোসেন। তাদেরকেও কম্বল দেয়ার কথা বলে ভোর রাতে ডেকে নিয়ে যায় তারা। কলেজ পাড়া লায়ন সংঘের সভাপতি ফারুক হোসেন বলেন, আমাদের এলাকার মানুষ শান্তি প্রিয়। মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহার করা হোক।
বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির ডোমার উপজেলার সাবেক সভাপতি ওই গ্রামের অধিবাসী গোড়াচাঁদ অধিকারী বলেন, যেহেতু এ গ্রামে আমার বাড়ি। আমি খোঁজ নিয়ে জেনেছি চোর একাই চুরি করতে যায়। অথচ আসামি করা হয়েছে ৭জনকে। এলাকায় গ্রুপিংয়ের কারনে দলাদলি করে এলাকার শান্তি বিনষ্ট করছে। কাউন্সিলররা এতে নেতৃত্ব দিচ্ছেন। এটা দুঃখজনক। এতে এলাকার ক্ষতি হবে।
ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, যারা এটা করেছে তারা কাজটি ঠিক করেনি। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |