ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে জুয়া খেলার অপরাধে গ্রেফতার – ৪

মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে তাস

টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার ৬ জানুয়ারি  রাত আনুমানিক দশ-টায় ৩০মিনিটের  সময়

ডোমার থানার এসআই (নিরস্ত্র)  মোঃ আকমল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ  মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ৫২টি এবং নগদ অর্থ ৪,১৬০ চার হাজার একশত ষাট টাকা সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (২৫) পিতা-মৃত রহিদুল ইসলাম / মোঃ সুজন ইসলাম (২৭) পিতা-মোঃ তমিজার রহমান, উভয়ের সাং- উত্তর ধর্মপাল (তিনবট) থানা জলঢাকা, মোঃ নিশাদ আলী (৩০) পিতা-মৃত আতোয়ার রহমান, সাং মটুকপুর (মধ্যপাড়া) মোঃ রানা ইসলাম (২৬) পিতা-মৃত লুৎফর রহমান, সাং-মটুকপুর (নদীয়াপাড়া) উভয়ের থানা – ডোমার নীলফামারী  ।

এ ঘটনায় গ্রেফতারকৃত  বিরুদ্ধে ডোমার থানার এসআই আকমল হোসেন  বাদী হয়ে ১৮৬৭ সালের ধারা অনুযায়ী প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করেন। ডোমার থানার মামলা নং ০৩(০১)২৩ তারিখ ৭ জানুয়ারি  ২০২২ইং দায়ের করেন।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন-নবী বলেন, আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |