ডোমারে জুয়া খেলার অপরাধে গ্রেফতার – ৪


মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে তাস
টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার ৬ জানুয়ারি রাত আনুমানিক দশ-টায় ৩০মিনিটের সময়
ডোমার থানার এসআই (নিরস্ত্র) মোঃ আকমল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ৫২টি এবং নগদ অর্থ ৪,১৬০ চার হাজার একশত ষাট টাকা সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (২৫) পিতা-মৃত রহিদুল ইসলাম / মোঃ সুজন ইসলাম (২৭) পিতা-মোঃ তমিজার রহমান, উভয়ের সাং- উত্তর ধর্মপাল (তিনবট) থানা জলঢাকা, মোঃ নিশাদ আলী (৩০) পিতা-মৃত আতোয়ার রহমান, সাং মটুকপুর (মধ্যপাড়া) মোঃ রানা ইসলাম (২৬) পিতা-মৃত লুৎফর রহমান, সাং-মটুকপুর (নদীয়াপাড়া) উভয়ের থানা – ডোমার নীলফামারী ।
এ ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে ডোমার থানার এসআই আকমল হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের ধারা অনুযায়ী প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করেন। ডোমার থানার মামলা নং ০৩(০১)২৩ তারিখ ৭ জানুয়ারি ২০২২ইং দায়ের করেন।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন-নবী বলেন, আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে