ডোমারে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত-১,আহত-১


ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ-নীলফামারীর ডোমারে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে,অপরজন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ওবায়দুল হক রংপুর গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর গ্রামের বাসিন্দা ও ডোমার উপজেলার চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা এবং গুরুতর আহত চাল ব্যবসায়ী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ার নুর ইসলামের ছেলে নুরন্নবী। ঘটনাটি ঘটেছে,বুধবার রাত ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কের হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ী নামক এলাকায়।
জানা গেছে, উপজেলার চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা ওবায়দুল হক ও চান্দিনা পাড়ার নুর ইসলামের ছেলে চাল ব্যবসায়ী নুরন্নবী কাজ শেষে রাত ৯টার দিকে মটরসাইকেল যোগে নীলফামারী থেকে ডোমার আসার পথে হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকায় পাথর ভর্তি ট্রাকের (যশোর-ট-১১৪৫১৩) সাথে মুখোমুখী সংঘর্ষে ট্রাকটি রাস্তার পার্শবর্তী খালে উল্টে পড়ে। এতে মটর সাইকেল আরোহী দুজনেই ট্রাকের নীচে চাপা পড়ে। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওবায়দুল হক মারা যান। অপরজন নুরন্নবী চিকিৎসাধীন রয়েছে।