ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র শিশুদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার(২৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ডোমার ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল মজিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ডোমার সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রিমুন এই ক্যাম্পের আয়োজন করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে ইউনিয়ন পরিষদের আশেপাশের গ্রামগুলোর দরিদ্র মানুষেরা তাদের শিশুসন্তানদের নিয়ে আসেন। চিকিৎসা দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক,শিশু ও মেডিসিন রোগের চিকিৎসক সোহান চৌধুরী।