ডোমারে নদীর বালু চুরির দায়ে ট্রাক্টর চালককে লাখ টাকা জরিমানা


রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে নদী থেকে বালু চুরির দায়ে এক ট্রাক্টর চালককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সোমবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদী থেকে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ চালক আবু তাহের (২৫)কে আটক করে। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিক আবু তাহের জরিমানার এক লক্ষ টাকা প্রদান করে ছাড়া পান। আবু তাহের পূর্ব হরিনচড়া গ্রামের মৃত আবু হাছেন আলীর ছেলে। জানা গেছে, দেওনাই নদীর দু’ধারে নদী খননের বালু মজুদ রাখে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন ধরে বালু ব্যাবসায়ীদের একটি চক্র গোপনে বালুগুলো চুরি করে বিক্রি করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।