ডোমারে নবাগত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময়


রওশন আলম পাপ্পু,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ডিসেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ডোমার উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,পৌর মেয়র মনসুরুল ইসলাম দানু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী,উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরন নবী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।