ঢাকা, রবিবার, ১১ই জুন ২০২৩ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগ। স্বামী গ্রেপ্তার

মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানী শর্মার (৩৫)
মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর
ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। স্ত্রী হত্যার অভিযোগে
রাতে পুলিশ স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) আটক করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে
থানায় হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের
সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত
বিরেন শর্মার মেয়ে কবিতা রানী শর্মার বিয়ে হয়। তাদের সংসারে জীবন চন্দ্র শীল
নামে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ ‘বিয়ের পর থেকে যৌতুকের
দাবিতে ভগ্নিপতি সুবাস চন্দ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময়ে
মারপিট করতেন। বৃহস্পতিবার ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার থেকে
ওই টাকা দিতে অপারগতা জানাই। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে
৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চায়। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা।
এঘটনায় বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘষিসহ বেদম
মারপিট করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুত্বর অসুস্থ্য হলে তাকে দেবীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা
করেন। এ ঘটনায় আমি শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে
জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে
বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী
স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস।
সন্ধ্যার দিকে কবিতা রানী ছটপট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায়
সুবাসের পরিবার দাবি করেছে কবিতা বিষ পানে আত্মহত্যা করেছেন।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী জানান, গৃহবধুর মৃত্যুর
পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের
ছোট ভাই সনাতন শর্মা বাদি হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা
মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে
আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দেবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে, পঞ্চগড় জেনারেল
হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |