ডোমারে প্রবীণদের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বায়ান্ন একাদশ


রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী)সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে বামুনিয়া ইউনিয়নের প্রবীণ ব্যাক্তিদের নিয়ে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ডিসেম্বর) বিকেলে সম্মিলিত প্রয়াস নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে বামুনিয়া ইউনিয়নের জব্বার মিয়ার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি খেলায় একাত্তর একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বায়ান্ন একাদশ। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান।
গোমনাতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এটিএম মোস্তফা লেবুর সভাপতিত্বে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কোন বয়সের নয়। সব বয়সের মানুষের জন্য খেলাধুলা। একটি সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা অপরিহার্য। তাই আমাদের প্রত্যেক মানুষকে সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পাঙ্গা-মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভূট্টো, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী, ডোমার সরকারি কলেজের প্রভাষক মাহবুবুল ইসলাম সোহাগ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রকৌশলী মিরাজ হোসাইন রিয়াদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিমোজখানা স্কুল এন্ড কলেজের শিক্ষক তপু রায়, বামুনিয়া ঢেপিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খতিবর রহমান এবং জেলা জজ আদালতের জারিকারক সোহেল রানা রিপন প্রমুখ। খেলা পরিচালনা করেন,গৌরাঙ্গ চন্দ্র রায়,সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন বাসেদুল ইসলাম ও ফারুক হোসেন। সহযোগিতায় ছিলেন, সম্রাট, নুর আমিন, নাইয়ীম, শাওন, রিজন, ইউসুফ প্রমূখ।
প্রবীণদের প্রীতি ফুটবল খেলাটি দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিল।