ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে  ফেন্সি ডেন্টাল হোম এর ডেন্টিষ্ট ওমর ফারুকের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ। 

 ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ব্যাঙের মতো যত্রতত্রভাবে গড়ে উঠেছে ডেন্টাল হোম। এসব ডেন্টাল হোম কোন লাইসেন্সধারী বা রেজিষ্টার নেই। নেই কোনো অভিঞ্জ টেকনিশিয়ান। তাদের নেই কোন বৈধ কাগজপত্র। গ্রাম্য হাতুরে ডাক্তার দিয়ে চলছে এসব প্রতিষ্টান। এতে করে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন এবং চরম ভোগান্তিতে পড়ছেন যত্রতত্র। প্রশাসন এসব দেখেও যেন না দেখার ভান করছেন। জরুরী ভিত্তিতে এসব অবৈধ ডেন্টাল হোম বন্ধ করা না হলে চরম ক্ষতিগ্রস্ত হবে রোগিরা। এরই মধ্যে ডোমার ফেন্সি ডেন্টাল হোম এর ডেন্টিষ্ট ওমর ফারুকের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ অভিযোগ করেছেন এলাকাবাসী। এই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং তদন্ত সাপেক্ষে শাস্তির দাবী করেছেন।
নীলফামারী ডোমার উপজেলার নিউ মার্কেট জনতা ব্যাংক সংলগ্ন ফেন্সি ডেন্টাল হোম এর ডেন্টিষ্ট ওমর ফারুক ১৭বছরের অভিজ্ঞতা  নিয়ে একই স্থানে দুটি চেম্বার খুলে গ্রামের সাধারন মানুষকে ধোকা দিয়ে অভিজ্ঞ ডাক্তার সেজে বিভিন্ন ভুয়া ডিগ্রী দেখিয়ে সাইনবোর্ড,ব্যানার ও ভিজিটিং কার্ড ছাপিয়ে দাঁতের চিকিৎসার নামে ব্যবস্থা পত্র দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন বরাবর অভিযোগ করেছি এবং তদন্ত সাপেক্ষে শাস্তির দাবী করেছেন ।
এ বিষয়ে ডেন্টিষ্ট ওমর ফারুক বলেন, আমার বিরুদ্ধে ২ বছর ধরে বিভিন্ন রকম অভিযোগ দেয়া হচ্ছে এগুলো ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
নীলফামারী সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গীর কবির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |