ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত


রওশন আলম পাপ্পু,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধ থেকে একটি রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন। ডোমার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, জেলা পরিষদের সদস্য সহকারী শিক্ষক মেহেরুন আকতার পলিন, পাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, হাজী নছিমদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবু প্রমূখ।
শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের ৬৫জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
ছবির ক্যাপশন- জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ডোমার ইসলামীয়া ফাযিল মাদ্রাসার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনী।