ডোমারে বোরো ধানে ক্ষতিকর পোকা সনাক্তকরণে আলোকফাঁদ অভিযান

রওশন আলম পাপ্পু,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ-নীলফামারীর ডোমারে আলোকফাঁদ পদ্ধতিতে বোরো ধানের ক্ষতিকর পোকা সনাক্তকরণের অভিযান চলছে। ২১ মার্চ থেকে উপজেলার ৩১টি ব্লকে সংশ্লিষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা,জনপ্রতিনিধি,কৃষক ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ আলোকফাঁদ কার্যক্রম চালানো হচ্ছে।এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যার পর ডোমার উপজেলার হরিণচোড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকায় আলোকফাঁদ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদআবুল কাসেম আজাদ,উপজেলা কৃষি অফিসার জাফর ইকবাল,সংস্লিষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজির হোসেনসহ স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিরা।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল জানান, বোরো ধান ক্ষেত থেকে কিছুটা দুরে ৩-৪ ফুট ৩টি চিকন বাঁশ বা বাঁশের কাঠি দাঁড় করিয়ে উপরের দিকে বেধেঁ দেয়া হয় এবং উপরে একটি হারিকেন বা বৈদ্যতিক বাল্ব ঝুলানো হয়। নিচে একটি বড় গামলা বা মাটির পাত্রে সাবান মিশ্রিত পানি রেখে দিতে হয়। এতে ক্ষেতে থাকা পোকা আলোতে অকৃষ্ট হয়ে হারিকেন বা বৈদ্যতিক বাল্বের কাছে এসে ঘুরতে ঘুরতে এক সময় পানিতে পড়ে মারা যায়। এভাবে জমিতে বন্ধু ও ক্ষতিকর পোকার উপস্থিতি চিহ্নিত করে তা দমনে সঠিক কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের বাড়তি খরচ থেকে রেহাই পাওয়া যায়।তিনি বলেন,বোরো ধান না কাটা পর্যন্ত আলোকফাঁদ পদ্ধতিতে ক্ষতিকর পোকা সনাক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে।ডোমার উপজেলায় এ বছর ১৩ হাজার ৭শত ২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ নির্ধারন করেছে কৃষি বিভাগ।উল্লেখ্য, ২১ মার্চ সন্ধ্যার পর রংপুর অঞ্চলের ৫টি জেলায় মেট্রোসহ ৩৬টি উপজেলার ১ হাজার ২৪টি কৃষি ব্লকে একযোগে এ আলোকফাঁদ অভিযান শুরু হয়েছে।