ঢাকা, বুধবার, ৪ঠা অক্টোবর ২০২৩ ইং | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে ভুয়া ডাক্তার অভিযোগের তদন্ত। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার ফেন্সি ডেন্টাল হোমের

চিকিৎসক ওমর ফারুককে ভুয়া ডাক্তার অবিহিত করে সিভিল সার্জন বরাবরে দু’টি
অভিযোগ হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকাল চারটার দিকে পাঁচ
সদস্যের একটি দল তদন্ত করেন।
ডোমার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার
রায় সভাপতি ও ডা. মনিরুজ্জামান রুকু সদস্য সচিব। কমিটির অন্যান্য সদস্যরা
হলেন, ডা. ফয়েজা ইসলাম, ডা. নাহিদা তাসনিম ও স্যানেটারী ইন্সপেক্টর
আল-আমীন রহমান।
সম্প্রতি জেলা সিভিল সার্জন বরাবারে ফেন্সি ডেন্টাল হোমের চিকিৎসক ওমর
ফারুককে ভুয়া ডাক্তার অবিহিত করে দু’টি অভিযোগ করেন দুই ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওমর ফারুক তার চিকিৎসার প্রচারপত্র সাইনবোর্ডে
ভুয়া ডিগ্রী উল্লেখ করেছেন। একেক জায়গায় একেক কলেজের নাম উল্লেখ করেছেন।
তিনি দালালের মাধ্যমে পাশাপাশি দু’টি চেম্বারে নিয়মিত রোগী দেখেন। তিনি
কয়েক বছর আগে ডিপ্লোমা ডিগ্রী নিলেও সাইনবোর্ডে ১৭ বছরের অভিজ্ঞতার কথা
উল্লেখ করে মানুষের সাথে প্রতারণা করছেন। তার ভুয়া ডিগ্রীর বিষয়ে জানতে
চাইলে অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি ও গালাগালি করে বলে অভিযোগে
উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ওমর ফারুক তার বিরুদ্ধে সকল অভিযোগ অ¯^ীকার করে জানান, আমার সকল
সার্টিফিকেট তদন্ত কমিটির কাছে জমা দিয়েছি। তারাই নির্ধারণ করবে আমার
সার্টিফিকেট ভুয়া না আসল।এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ডা. তপন কুমার রায়
জানান, আমরা তার সকল সার্টিফিকেট নিয়েছি। দ্রুত সিভিল সার্জন বরাবরে
প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর সিভিল সার্জন সিন্ধান্ত নিবেন।

You must be Logged in to post comment.

গাংনীর বাঁশবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ। শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগ আমলে নেয়নি শিক্ষা অফিস     |     ভ‚ঞাপুরে প্রতিশ্রæতি দেওয়ার একদিনপর মসজিদের রাস্তা মেরামত করল উপজেলা চেয়ারম্যান     |     আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ     |     টাঙ্গাইলে চার মাদকসেবীর কারাদন্ড     |     ঠাকুরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ      |     মেহেরপুরে বিশ্ব বসতি দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     পঞ্চগড়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত, শিক্ষিকাকে অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার     |     ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ     |     আটোয়ারীতে এক বীরমুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন     |     কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে     |