ডোমারে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা


রওশন আলম পাপ্পু,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ- ভূমি আইন জানুন,অন্যকে জানান এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ পালন করা হয়েছে।আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, ডোমার সাব-রেজিষ্টার শিরিনা আকতার ও চিলাহাটি সাব-রেজিষ্টার জাহিদুর রহমান প্রমূখ। উপজেলার ১০ ইউপি ও পৌরসভার সহকারি ভূমি কর্মকর্তা ও কর্মচারী এবং ডোমার ও চিলাহাটি সাব-রেজিষ্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারি এবং দলিল লেখকরা উপস্থিত ছিলেন।