ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ঠিকমত ব্যবহার না করায় এবং সাধারণ মানুষের প্রানহানীর আশঙ্কার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরে সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপির নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মনিরুজ্জামান রুকু, ডাঃ ফয়েজা বিনতে ইসলাম তানিতা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, ডোমার থানা এএসআই সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের প্রোপাইটর সুমন রহমানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।