ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে ২১ দিনে  স্কুল ছাত্র সন্ধান না পাওয় দিশেহারা পরিবার। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্কুল ছাত্র নিখোঁজের ২১ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।ঘটনাটি উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ পাইকার পাড়া গ্রামে। গত ২২ সেপ্টেম্বর স্কুল ছাত্র সুর্য ইসলাম (১১) এলাকা থেকে নিখোজ হয়। সুর্য ইসলাম উক্ত গ্রামের নুর জামাল ও আশা বেগম দম্পতির ছেলে। সে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। সুর্যের মাতা আশা বেগম জানান, গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়ি থেকে সুর্য নিখোঁজ হয়। সেই থেকে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও ছেলে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গা সহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করতে থাকে।

শেষে তাকে খুঁজে না পেয়ে ২৪ সেপ্টেম্বর শনিবার সুর্যের পিতা নুর জামাল ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যাহার নম্বর-১২৪৭। সুর্যের পিতা নুর জামাল জানান, সন্তান নিখোঁজের ২১দিন পেরিয়ে গেলেও বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও অদ্যবদি তাকে না পেয়ে আমরা পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছি, বিশেষ করে আমার মা তার নাতির জন্য খাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়েছে।

অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকল থানায় ম্যাসেস পাঠিয়েছি। আমাদের পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি শিশু সন্তান সুর্যের খোঁজ পেলে বাবা ও মায়ের কোলে ফিরিয়ে দিতে-০১৭৬১-৮০৪১২২ অথবা ডোমার থানার-০১৩২০-১৩৫৪৮০ নম্বরে ফোন দিয়ে সহায়তা প্রদানের অনুরোধ জানান নিখোঁজ সুর্যের পরিবার

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |