ডোমারে ৯৭ গৃহহীন পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর


রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমারে গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯৭ পরিবারকে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূবন আখতার ও উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন।
এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজসহ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।