ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমার রেলওয়ে স্টেশনের টয়লেট থেকে লাশ উদ্ধার

রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতা:-নীলফামারীর জেলার ডোমার রেলওয়ে স্টেশনের টয়লেট থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডোমার ফায়ার সার্ভিস।
আজ শনিবার (২৭ মে) ভোরে ডোমার রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেটের দরজার ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তাহেরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
পরিবারের লোকজন জানান,গতকাল শুক্রবার দুপুরে ব্যবসায়িক কাজে বিরামপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ওইদিন রাতেও মোবাইল ফোনে তার সাথে পরিবারের কথা হয়। শনিবার ভোরে রেলওয়ে স্টেশন থেকে মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলওয়ে স্টেশন এসে লাশ সনাক্ত করি। মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন ধরে হার্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানান।
ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, স্টেশনের পাবলিক টয়লেটে ভিতরে এক ব্যক্তি পড়ে থাকার খবর পেয়ে সৈয়দপুর জিআরপি থানা ও ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে টয়লেটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেট থাকা মোবাইল ফোনে তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |