ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্ঠার প্রতিবাদ উদীচীর


পঞ্চগড় প্রতিনিধি: অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার চেষ্ঠা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উদীচী শিল্পীগোষ্ঠি পঞ্চগড়। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচী পাল করা হয়। এতে জেলা সংসদের সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলা উদীচী সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম বক্তব্য দেন। বক্তারা অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।#