ঢাকার সাথে উত্তরের ১১ জেলার বাস চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাস মালিক ও শ্রমিকদের সাথে বগুড়ার মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে ঢাকা-বগুড়ার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। আজ বুধবার সকাল থেকে ওই জেলাগুলো থেকে ঢাকামুখী কোন বাস চলাচল করতে দেখা যায়নি।উত্তর বঙ্গের ১১ জেলার সাথে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে ।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে গত সোমবার রাত থেকে কেবল বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ছিলো। আজ বুধবার সকাল থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।
ওই সভা শেষে ঐক্য পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সাথে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে গত কয়েকদিন ধরে বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সোমবার নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাবার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।
তিনি আরও জানান, এর প্রতিবাদে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখেন বগুড়ার মালিকরা। তবে অন্যান্য জেলা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করেছে যথারীতি। কিন্তু গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এবং আটক ৩৪টি গাড়ি ঢাকা থেকে ছেড়ে না দেয়ায় আজ বুধবার সকাল থেকে এই অঞ্চলের সব জেলা থেকে ঢাকামুখী কোনো বাস চলাচল করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।