ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী জিয়া পরিবারের সমালোচক মন্ত্রী নজরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের তথ্যমন্ত্রীকে জিয়া পরিবারের সমালোচক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ শুধু বিএনপির পরিবারকে নিয়ে সমালোচনা করা। আলাদা কোন কাজ সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়নি।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল সহ ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা দাবি প্রস্তাবের কর্মশালা শুরুর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট প্রদান করতে পারেনি। সেজন্য সেখানে ব্যর্থতা বা সফলতার কিছু নেই। বরং এ সরকার যে ভোট চুরি করে হয়েছে তা স্পষ্ট।

২৭ দফা দাবির প্রস্তাবে তিনি আরো বলেন, আমরা রাষ্ট্রকাঠামো মেরামত করার জন্য ২৭ দফা দাবি তৈরী করেছি। এতে সকলের গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। আমরা ক্ষমতায় এলে এ দফা গুলো নিয়ে রাষ্ট্র সংস্কার করব আর আমরা বাদে আলাদা কারো কাছে ক্ষমতা গেলে এ দফাগুলো আমরা তুলে দেব তাদের কাছে। আর বিএনপির পদত্যাগ করা আসন গুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা দল থেকে তাকে বহিস্কার করেছি। প্রত্যেকটি দলে এমন মানুষ পাওয়া যায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে প্রশ্ন করলে তিনি আরো বলেন, এ সরকার সবসময় ভয়ের মধ্যে থাকে। মহাসচিবকে জামিন দেওয়া হয়েছে আবার আলাদা কোন মামলায় তাকে আটক করতে পারেন।

এ সময় দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, জেলা সভাপতি তৈমুর রহমান, সাবেক সাংসদ জাহিদুর রহমান সহ জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |