ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তদারকির অভাবে টাঙ্গাইল ওয়াক্ফ সম্পত্তি বেহাত সরকার রাজস্ব বঞ্চিত

আ:রশিদ তালুকদার,টাঙ্গাাইল প্রতিনিধি:১৯৩৪ সনের ওয়াকফ আইন অনুযায়ী তদারকির অভাবে টাঙ্গাইল জেলার বিপুল পরিমান ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে।সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।টাঙ্গাইল জেলার ২৯৯ টি ওয়াক্ফ স্টেটের আওতায় জমি রয়েছে ৪১০ হাজার ২ শত ১৫ একর।টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ওয়ারী মধুপুর-ধনবাড়ী ১২ টি স্টেটের ৯৫ একর গোপালপুরে ৩৩ টি স্টেটের ৩৮ দশমিক ৩৪ একর,ঘাটাইল ৩১টি স্টেটের ২৩৮ দশমিক ৫৭ একর,ভূঞাপুরে ৪ টি স্টেটের ৮৮ দশমিক ২ একর,কালিহাতীতে ৪৮টি স্টেটের ১০০ দশমিক ১ একর,নাগপুরে ২৮টি স্টেটের ৯৫ একর,দেলদুয়ারে ১৫ টি স্টেটের ৩ হাজার ৭ শত ১৪ দশমিক ৪১ একর,বাসাইলে ৩৪ টি স্টেটের ৭৭ দশমিক ১১ একর,সখিপুরে ২টি স্টেটের ৫ একর,মির্জাপুরে ২৯টি স্টেটের ৩ হাজার ৩০১ দশমিক ৫৯ একর ও টাঙ্গাইল সদর ইপজেলায় ৬২টি স্টেটের আওতায় ২ হাজার ৪ শত ৬২ দশমিক ২৪ একর ওয়াক্ফ কৃত জমি রয়েছে।মধুপুর ধনবাড়ী জমিদার নবাবজাদা নওয়াব আলী ওয়াক্ফ স্টেট,টাঙ্গাইল উপজেলার করটিয়ার জমিদার হায়দার আলী খান পন্নী ও জাফর আলী খান পন্নী ওয়াক্ফ স্টেট,দেলদুয়ারের হযরত শাহান শাহ ও ফাতেহাদাদ খান ওয়াক্ফ স্টেট এবং কালিহাতী নাগবাড়ী গ্রামের আব্দুল হামিদ চৌধুরী ওয়াক্ফ স্টেটের হলো এর দুই তৃতীয়াংশ।এতিম খানা মাজার মাদ্রাসা খানকায়ে শরীফ,ঐতিহাসিক মসজিদ,শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা শোনা ও রক্ষনা বেক্ষনের জন্য এসব জমি ওয়াক্ফ করে গেছেন দানশীল জমিদার ও জেলার বিভিন্ন ব্যাক্তিরা।১৯৩৪ সনের ওয়াক্ফ কৃত আইনের ওয়াক্ফ স্টেটের আয়ের শতকরা ৫ ভাগ কর সরকারকে দেওয়ার বিধান রয়েছে।কিন্ত কোন কোন ওয়াক্ফ স্টেট ৪৫/৫০ বছর ধরে সরকারকে আয় কর দিচ্ছে না।ফলে সরকার কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে।কোন কোন এলাকার প্রভাবশালী মহলের তদবীরে ওয়াক্ফ জমি সরকার প্রজাদের বিতরন করে দেয়ায় ানেক সম্পত্তি বেহাত হয়েগেছে।কোন কোন স্টেট মুতাত্তল্লীরা আইন না মেনে গোপনীয়ভাবে ওয়াক্ফ কৃত জমি বিক্রি করে দিয়েছেন।১৯৩৪ সনের আইন অনুযায়ী ওয়াক্ফ কৃত কোন জমি বিক্রি বা লীজ দেওয়ার বিধান নেই।ময়মনসিংহ ওয়াক্ফ অফিস থেকে একাধিকবার অভিযোগ করেন যে,ওয়াক্ফ আইন লংঘন করে ধনবাড়ী নওয়াব আলী চৌধূরী ওয়াক্ফ স্টেট মুতাত্তয়াল্লী ওয়াক্ফ কৃত ৮৪ একর জমির দুইি তৃতায়াংশ অনেক দিন হয় লীজ,বিক্রি বা অন্যায় ভাবে স্থায়ী হস্তান্তর করেছেন।ওয়াক্ফ প্রশাসনের অনুমতি ব্যাতিরেকে ধনবাড়ী নওয়াব মঞ্জিল প্যালেসকে পমোদ ও পিকনিক স্পটে পরিনত করা হয়েছে।এই ওয়াক্ফ স্টেট হতে বিপুল পরিমান হলেও লক্ষ লক্ষ টাকা ফাঁকি দিয়ে সরকারকে প্রতি বছর মাত্র ৮ হতে ১০ হাজার টাকা আয়কর দেওয়া হচ্ছে।টাঙ্গাইল জেলায় কোন ওয়াক্ফ শাখা নেই।টাঙ্গাইলে একটি ওয়াক্ফ শাখা অফিসের জন্য সরকার নিকট দাবি করে অনেকেই।ময়মনসিংহ ওয়াক্ফ অফিস থেকে ময়মনসিংহ,টাঙ্গাইল,জামালপুর,শেরপুর,কিশোরগঞ্জ ও নেত্রকোনা এ সকল জেলার ওয়াক্ফ স্টেট গুলো দেখা শুনা,আইনগত তদন্ত ও পরিদর্শকরা পরিদর্শন চালাচ্ছেন।একাধিকবার পত্রিকায় ওয়াক্ফ কৃত জমির সংবাদটি প্রকাশ হলেও কোন ফল পায়নি টাঙ্গাইলবাসী।নাম প্রকাশে অনইচ্ছুক ময়মনসিংহ ওয়াক্ফ এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |