তনিমার গানে মডেল তানজিকা


বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান-ভিডিও নিয়ে এসেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী। ‘মালতীলতা’ নামের এই গানের ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।বাংলাঢোলের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গান-ভিডিওটি। মেলো ক্ল্যাসিক্যাল ধারার গানটির কথা লিখেছেন লিমন ও মামুন। এর সুর-সংগীত করেছেন রেজাউল করিম লিমন। সাদাত হোসাইনের পরিচালনায় ভিডিওতে আছেন কণ্ঠশিল্পী তনিমাও।এ প্রসঙ্গে নিউইয়র্ক প্রবাসী তনিমা জানান, আইয়ুব বাচ্চুর সুরে ২০০২ সালে তৈরি হয়েছিলো তার অভিষেক অ্যালবাম। সেটি বাজারে আসে গত বছর। এরপর কয়েকটি সিঙ্গেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরই একটি হলো ‘মালতীলতা’। তনিমার মতে, নান্দনিক গানের শ্রোতাদের মনে দাগ কাটবে গানটি।