ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তহিনার নিজের একটি বাড়ীর স্বপ্ন কি কখনো পূরণ হবে না ? 

এম.এ.শাহীন: রংপুর জেলার তারাগঞ্জ উপ‌জেলার তা‌হিনা বেগম‌ের
 নিজের একটি বাড়ীর স্বপ্ন কি কখনো পূরণ হবে না ? প্রশ্নটি আমার না, প্রশ্নটি তহিনারই। তহিনা কখনো কখনো নিজেই নিজেকে এই প্রশ্নটি করে। আবার হয়তো নিজেই নিজেকে এই বলে সান্তনা দেয় যে, এ জীবনে হয়তো তোমার এ আশা কখনো পূরন হবার নয়।
যাই হোক, মোছা: তহিনা বেগমর  ঠিকানা উল্লেখ করার বা দেয়ার মত স্হায়ী কোন ঠিকানা নেই। বর্তমানে থাকেন তার বড় মেয়ের বাড়িতে। তার বড় মেয়ের ঠিকানা মোছা: রুপা বেগম, স্বামী মো: আয়নাল হোসেন, গ্রাম পূর্বকুর্শা দোলাপাড়া, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুর।
তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের সাথে কথা বলে জানা গেছে, তহিনার প্রথম স্বামী ছয় সন্তান রেখে মারা যাওয়ার পর খুব কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা করেন তিনি। কিন্তু তার একার পক্ষে চেষ্টা করার পরেও সুখের মুখ দেখতে না পেরে সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য দ্বিতীয়বার বিয়ের পিরিতে বসেন তহিনা বেগম। কিন্তুু এতেও তার কপালে সুখ বেশিদিন সইলো না। তার দ্বিতীয় স্বামী মোঃ চুকলু মিস্ত্রিও তার দুইটি সন্তানসহ তাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তহিনার মাথায় যেন আবারো আকাশ ভে‌ঙ্গে পড়ে। সহায় সম্বলহীন তহিনার দুঃখের পাল্লা যতই দিন যেতে লাগলো ততই ভারী হতে থা‌ক‌ে। অভাবের সংসারে টানপোড়ানের পাশাপাশি কোন রকমে তহিনা বেগম তিনটি মেয়েরও বিয়ে  দেন।
কিন্তু বিধিবাম, মরার উপর খাড়ার ঘা। প্রতিবারের মত এবারেও তার ভাগ্যে সুখের বদলে দুঃখ এসে যোগ হল। মেয়েজামাইরা জুয়ারু হওয়ার কারণে তিনটি মেয়ের মধ্যে দুইটি মেয়ে এখন তার বাড়িতে এসে তার ঘাড়ে চেপেছে। যার নিজেরই থাকার জন্য বাড়ি-ঘর, জায়গা-জমি কিছুই নাই তার উপর অসুস্হ্য মেয়েদের নিয়ে কঠিন বিপদে আছে তহিনা বেগম। তারা সবাই বর্তমানে তার বড় মেয়ে রুপা বেগমের বাসায় আশ্রীত।
তহিনা বেগম কয়েকবার তার সমস্যার কথা জানালে  প্রতেকবারই তাকে স্হানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করার কথা বলা হয় এবং সে কয়েকবার যোগাযোগও করে। আমার ধারণা ছিল, তহিনা বেগম ভূমিহীন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের উপহারের ঘরটি তার জন্য উপযুক্ত এবং সে সেটা পাওয়ারও যোগ্য। যে ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে দান করেছেন।
কিন্তুু অনেকদিন পর সম্প্রতি  রাত ১২ টার সময় তার বড় মেয়ের বাড়িতে কাকতালীয় ভাবে তহিনা বেগমকে দেখলাম একই ঘরে মেয়েজামাইসহ কিভাবে নয়জন ঘুমিয়েছে। তহিনা বেগমের কাছ থেকে জানতে পারলাম এখনো সে প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি পাননি, এখনো নাকি তার ঘরটি তৈরিই হয়নি। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, ঘরগুলো তাহলে কার জন্য? নিজের কাছে কোন উত্তর না পেয়ে এবং তাদের ঘুমের দৃশ্যটি না তুলে সবাইকে জাগিয়ে ক্যামেরাবন্দি করলাম এই আশায় যদি যথাযথ কর্তৃপক্ষ কিংবা কোন বৃহৎ হৃদয় মানুষের নজরে আসে বিষয়টি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |