ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তারকা ফুটবলার সালাম মুর্শেদীকে নিয়ে খুলনা আওয়ামী লীগ রাজনীতিতে গুঞ্জন

খুলনা অফিস : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমই’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী খুলনার ৬ আসনের যে কোন একটিতে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে খুলনার আওয়ামী লীগ রাজনীতিতে চলছে নানা গুঞ্জন। আর এ গুঞ্জনের প্রধান কারণ তিনি কোন আসনের প্রার্থী হবেন। আর স্থানীয় পর্যায়ে কোন নেতাই বা ছিটকে পড়বেন। গত ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা মঞ্চে তারকা ফুটবলার সালাম মুর্শিদীর উপস্থিতি ও আসন্ন নির্বাচনে তার প্রার্থী হওয়ার আভাস খানিকটা নিচ্ছিত হওয়ার পর থেকে নেতা-কর্মিদের মাঝে এ গুঞ্জন শুরু হয়েছে। একারণে ডানপন্থি সমর্থিত মোহামেডান স্পোটিং ক্লাবে জীবনের অনেকটা সময় কাটানো ও রাজনীতি বিমুখ পরিবারের সন্তান সালাম মুর্শেদী এখন আলোচনায় সর্বত্র। ওই জনসভায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র বক্তৃতার পরই বক্তৃতা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক স্টাইকার আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়ী করতে হবে।’ ‘ইনশাআল্লাহ্ আমি সালাম মুর্শেদী অঙ্গীকার করছি, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে খুলনার সকল আসনে নৌকার প্রার্থীর জয়ের জন্য আমার যা যা করার দরকার তাই করবো। এ ওয়াদা আমি নেত্রী এবং আপনাদের সকলকে দিলাম।’ বক্তব্যের শুরুতেই নিজের পরিচয় দিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমি আপনাদের খুলনার সন্তান। আমার বাল্য জীবন এখানে কেটেছে। খেলাধুলা এখান থেকেই শুরু হয়েছে। পরবর্তীতে ঢাকায় এবং জাতীয় দলে খেলেছি। এরপর ব্যবসা শুরু হয়েছে। আমার এনভয় গ্রুপে ২০ হাজার সদস্য।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সালাম মুর্শেদী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে।’ ‘পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। যা এখন বাস্তবে রূপ নিয়েছে। যা এ অঞ্চলের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে। শুধু তাই বাংলাদেশ এলডিসি স্ট্যাট্যাস থেকে উন্নতি করেছে। যা স্বাধীনতা ইতিহাসের পরবর্তী উল্লেখযোগ্য অর্জন। জননেত্রী শেখ হাসিনা তাঁর মানবতার হাত বাড়িয়ে মাদার অব হিউমেনিটি খেতাব অর্জন করেছে।’ জনসভায় এমন বক্তব্যের পর নড়েচড়ে বসেন খুলনার শীর্ষ নেতারাও। একাধিক সূত্র জানিয়েছেন, খুলনার ছয়টি সংসদীয় আসনের যেকোন একটিতে তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত। তবে ঠিক কোন আসনের প্রার্থী হবেন, সেটা নিয়েও রয়েছে নানান জল্পনা-কল্পনা। তবে জল্পনা-কল্পনা যাই হোক, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এসে জনসভায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র পর বক্তব্য রাখায় কিংকর্তব্যবিমূঢ় হয়েছেন আ’লীগের অনেক প্রভাবশালী নেতাও। খুলনার ছয়টি সংসদীয় আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবার অঙ্গীকার নিয়েও ভাবছেন তৃণমূল নেতা-কর্মীরা। তৃণমূল নেতা-কর্মীরা উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করছেন, “তাহলে কি সালাম মুর্শেদী খুলনার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী ব্যয়ভার বহন করবেন? আ’লীগের মতো প্রবীণ ও বৃহত্তম রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি কিভাবে এতো বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন? এমনি হাজারো প্রশ্ন খুলনা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনে! এদিকে সাধারণ নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করেন শেখ হেলাল উদ্দিন এমপি। তার পরে সালাম মুর্শেদীকে বক্তব্য দিতে দেয়া মানেই তাকে অনন্য উচ্চতায় উঠিয়ে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তবে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী লীগের মহানগর ও জেলা কমিটির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে, তারাও কোন মন্তব্য করতে রাজি নন এ বিষয়ে। এসব বিষয়ে শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “দেশে যেভাবে উন্নয়ন হয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে গেলে নিশ্চয় খুলনার ছয়টি আসনসহ দেশের সর্বাধিক আসনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক বিজয় লাভ করবে। আমি তো নতুন সদস্য বা কর্মী মাত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি-নির্ধারক ও খুলনা শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ থাকলে যে কোন নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করবে, বলে আমি বিশ্বাস করি।” তিনি কোন আসনের প্রার্থী হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রী যেখানে দেবেন সেখানেই নির্বাচন করবো। আমাকে তিনি নির্বাচন করার জন প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেভাবেই কাজ করছি। প্রসঙ্গত, ১৯৬৩ সালে আব্দুস সালাম মুর্শেদী রূপসা উপজেলার নৈহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা প্রাক্তন স্কুল শিক্ষক মোঃ ইসরাইল হোসেনের গৃহে পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। খুলনাতেই ফুটবলে হাতেখড়ি। খুলনার ইয়ং মুসলিম ক্লাবের মাধ্যমে প্রথম বিভাগে খেলা শুরু, এরপর ১৯৭৭ সালে আজাদ স্পোর্টিং-এ যোগ দিয়ে ঢাকায় চলে যান। আজাদে দুই বছর আর বিজেএমসি ক্লাবে এক বছর খেলে সুযোগ পান স্বপ্নের ক্লাব মোহামেডানে খেলার। কাজী সালাউদ্দিনের রেকর্ড ভেঙ্গে ১৯৮২ সালে ঢাকা ফুটবল লীগে করেন ২৭ গোল, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। খেলেছেন জাতীয় ফুটবল দলেও। এনবিআর’র প্রথমবারের ঘোষণায় ২০১৭ সালের ৮ নভেম্বর এক্সপোর্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইএবি)’র সভাপতি আবদুস সালাম মুর্শেদী ২০১৬-১৭ মেয়াদের ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে সম্মাননা পান। ওই বছর দেশের মাত্র ৮৪টি পরিবারকে প্রথমবারের মতো ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। তারমধ্যে আবদুস সালাম মুর্শেদীর পরিবার অন্যতম। এ তারকা ফুটবলার বিএনপিপন্থী ব্যবসায়ী হিসাবেই পরিচিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মোহামেডান ফুটবল ক্লাবেরও দায়িত্বশীল পদে ছিলেন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |