তারাগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ


এম.এ.শাহীন: আজ ৮ নভেম্বর বুধবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সমাজ সেবা আধিদপ্তরের সহযোগীতায় উপজেলার ক্যান্সার, লিভার সিরোসিস, স্টোক প্যারালাইসেস, কিডনি থ্যালাসামিয়াসহ জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) এর সাংসদ আবুল কালাম মো: আহসানুল চৌধুরী ডিউক। বিষেশ অতিথি তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রুবেল রানা, তারাগঞ্জ আফিসার্স ইন চার্জ আব্দুল লতিফসহ ৫ ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।