তৃতীয় সন্তানের বাবা হলেন মেসি

তৃতীয় সন্তানের বাবা হলেন লিওনেল মেসি৷সুসংবাদটি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন বার্সার এই ফরোয়ার্ড।
স্ত্রী আন্তোনেলা শনিবার তৃতীয় সন্তানের জন্ম দেন৷ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন বার্সা তারকা৷পুত্র সন্তানের নাম দিয়েছেন সিরো৷মেসির আগের দুই সন্তান থিয়াগো এবং মাতেও।
একটি প্রতীকি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, সুস্বাগতম সিরো, ঈশ্বরকে ধন্যবাদ সব ঠিকঠাকমতো হয়েছে। মা ও ছেলে ভালো আছে। আমরা খুবই আনন্দিত।, সব কিছু ঠিকঠাক হয়েছে৷সিরো ও মা দু’জনেই ভালো রয়েছে৷আমরা দারুণ খুশি’ সিরো’র দুই ভাই রয়েছে৷ যাদের নাম থিয়াগো এবং মাতেও৷
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে শনিবার মালাগার বিরুদ্ধে লা লিগ ম্যাচ থেকে নিজে সরে দাঁড়ান মেসি৷তাঁর সরে দাঁড়ানোর খবর টুইটারে জানিয়েছিল বার্সেলোনা৷ক্লাবের পক্ষে জানানো হয়েছে ব্যক্তিগত কারণে মেসি মালাগা ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে৷তার পরিবর্তে দলে এসেছে ইয়েরি মিনা৷