ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় আশ্রয়ণের উপকারভোগীদের ১০ দিনব্যপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 

পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুর্নবাসন) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী আয়বর্ধনমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণের দুইটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণে তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত মোট ৭২৭টি পরিবারের উপকারভোগীগণ ২১টি ব্যাচে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
গত সোমবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত প্রশিক্ষণে বসত বাড়ীতে সবজি চাষ, মৎস্য চাষ, গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) ও পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ, সেলাই, পাপোষ তৈরি, ব্লক বাটিক এবং কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি বিষয়ক ট্রেডে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের পর উপকারভোগীগণ বিভিন্ন আয়বর্ধনমূলক কার্যক্রম গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই প্রশিক্ষণ কর্মসূচি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগীদেরকে দক্ষ জনশক্তি, আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |